শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক: ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই উৎসবে সামিল হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
সিলেটে শনিবার চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে ফুটবল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। বাফুফের তত্ত্বাবধানে সিলেট জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।
সিলেটে সৌন্দর্যের প্রতীক চা বাগান। নয়নাভিরাম চা বাগান যে কারো দৃষ্টি কারতে বাধ্য করে। আর সেই চা বাগানে কাজ করা শ্রমিকরা আজ মেতেছিল ফুটবল নিয়ে। প্রায় অর্ধশাতিক শ্রমিকদের আয়োজিত হয় ফুটবল ম্যাচ।
জেলাটির জাফলংয়ের নকশিয়াপুঞ্জী মাঠে দিনব্যাপী চলেছে ফুটবল উৎসব। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ সপ্তাহে কক্সবাজারে বিচ ফুটবলেরও আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।