শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট




ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন স্ত্রী

FB IMG 1728893567421 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: স্বামীর কুকীর্তি ধরতে নানা ফাঁদ পাতেন স্ত্রীরা। ঠিক সেভাবেই ফেক আইডি খুলে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রী। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে বিপত্তি বাধে দেখা করতে গিয়ে। সেখানে গিয়ে হতবাক হয়ে পড়েন স্বামী। প্রেমিকা ভেবে যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন গিয়ে দেখেন সেই তার স্ত্রী।

রোববার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে প্রেম করে দেখা করতে গিয়েই বিপাকে পড়েন স্বামী। সেখানে গিয়ে দেখেন হাজির স্বয়ং তার স্ত্রী। নিজের কুকীর্তির বিষয়ে হাতেনাতে ধরা পড়ে যান স্বামী। অতপর বেদম মারধরের শিকার হন স্ত্রী। ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।

ধরা পড়া ওই ব্যক্তির নাম বিক্রম মণ্ডল। তার বাড়ি ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তার দুই ছেলে রয়েছে। তারা শ্রমিকের কাজ করেন।

অভিযোগ রয়েছে, ওই ব্যক্তির একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে সংসারে অশান্তিও চলছিল। ফলে স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর স্বামীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকে ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু হয়। এক পর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন তিনি।

নতুন প্রেমিকা পেয়ে একেবারে গদগদ অবস্থা স্বামী। প্রেমের এক পর্যায়ে দেখা করার প্রস্তাব দেন তিনি। এদিকে স্ত্রী শুরু করেন আসল খেলো। তিনি বলেন, এত তাড়া কীসের আরও কিছুদিন কথা হোক। দু’জন দুজনকে জানি, বুঝি। তার পর দেখা। বা একেবারে বিয়ে করতে হবে। তাতে যদি রাজি থাকেন তবে দেখা হবে।

স্ত্রীর এমন ফাঁদের বিষয়টি ভাবতেও পারেননি স্বামী। সবশেষ না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তার স্ত্রী।

এ সময় স্বামী প্রশ্ন করেন, তুমি এখানে? স্ত্রীর উত্তর, আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি’ বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে আগে থেকে পরিকল্পনার কথা ভাইদের জানিয়েছিলেন স্ত্রী। ফলে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন স্বামী। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD