রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




বাহুবলে কবরস্থানে পশু চরানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

Untitled 1 copy 15 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান।

নিহত তাজুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জাহিদুর বলেন, দৌলতপুর গ্রামের মুরুব্বিয়ানদের মাধ্যমে সিদ্ধান্ত হয়- কবরস্থানের পবিত্রতা রক্ষায় সেখানে গরু-ছাগল চরানো যাবে না। এর মধ্যে কবরস্থানকে ঘিরে সীমানা দেওয়ালও করা হয়েছে।

তারপরও গ্রামের প্রভাবশালী সোনাহর আলী, মাসুদ মিয়া ও মারুফ মিয়ার লোকজন এ সিদ্ধান্তকে অমান্য করে বুধবার সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে যায়।

তা দেখে বাধা দেন তাজুল ইসলাম। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে তাজুলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তারেক মিয়া, সফর আলী, আনিছ মিয়া ও মতিন মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, তাজুল ইসলামকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুর রহমান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD