মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক :- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগীতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।