BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ দুই নারী আটক


সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও বহনকারী একটি সিএনজিসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের নির্দেশনায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুনে’র নেতৃত্বে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দ্বীন মোহাম্মদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন মাধবপুর মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন টিএমএসএস (এনজিও) মাধবপুর দ্বিতীয় শাখার সামনের পাকা রাস্তার উপর চেকপোস্টের অভিযানে চালিয়ে ভারতীয় ৬০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি সিএনজিসহ দুই মাদক পাচারকারী নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন-বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের স্বামী মৃত বাচু মিয়ার স্ত্রীর সার বানু (৪০), বিষ্ণুপুর ইউনিয়নের সত্তরপুর গ্রামের স্বামী জহুর মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (৪০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক পাচারকারী দুই নারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হবিগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।