বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষে আহত ৪০

Untitled 10 copy - BD Sylhet News




জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুই দফা সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যামারগাঁও গ্রামের বর্তমান ইউপি সদস্য ফজল মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার পূর্ব বিরোধের চলছিল। গতকাল সোমবার রাত ৮টার দিকে ইউপি সদস্য ফজল মিয়ার পক্ষের মেহমান (অতিথি) একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে গ্রামে প্রবেশ করলে প্রতিপক্ষের শিশু মিয়ার ছেলে ইমরান মিয়ার তাদেরকে গালিগালাছ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা উভয়পক্ষকে শান্তি করলেও আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আবারো দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোবারক হোসেন জনি বলেন, আহতদের মধ্যে লাল মিয়া (৫০), আলমগীর হোসেন (১৯) ও আনা মিয়াকে (২৮) সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে জড়িত চার জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD