বিডি সিলেট ডেস্ক:: সিলেট-কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকরস্থ সন্ধ্যাগাও নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সুন্দ্রাগাও বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ চালাচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি বিডি সিলেটকে নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন (৩০) ও কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন।আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাকি নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
