BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌদি প্রবাসী আলিমের


জুন ২৫, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট :: জুলাইয়ের ১ তারিখে প্রবাসী আলিম উদ্দিনের (২৮) দেশে ফেরার কথা ছিল। বিয়ের সব প্রস্তুতি চলছিল। দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু তা আর হলো না। এর আগেই ঘুমের মধ্যে নিভলো আলিমের জীবনপ্রদীপ।

শনিবার (২৪ জুন) সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।

রাতে আলিম ঘুমের মধ্যে ‘স্ট্রোক’ করে মারা গেছে বলে নিশ্চিত করে তার বাবা আলমাছ আলী জানান, প্রায় ৪ বছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।