বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মো. মকবুল হোসেনের ছোট ভাই তালুকদার মো. মুহিত হোসেন এক মাসের অধিক সময় ধরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জটিল রোগে আক্রান্ত মুহিতকে নিয়ে তার পরিবার ও স্বজনরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছেন। এ অবস্থায় আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তালুকদার মো. মকবুল হোসেন।
উল্লেখ্য, তালুকদার মো. মুহিত হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের বাসিন্দা ও পিপলস পার্টির মহাসচিব তালুকদার মো মকবুল হোসেনের আপন ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত দুই বছর ধরে ঢাকা ও সিলেটের একাধিক হাসপাতাল ও ক্লিনিকে অবস্থান করে চিকিৎসা নেন। অবস্থার অবনতি ঘটলে সর্বশেষ গত ৬ মে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক অস্ত্রপচারের পরও তার তেমন কোনো শারীরিক উন্নতি হয়নি। এ অবস্থায় ভাইয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন তাকুদার মো. মকবুল হোসেন।