বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ও জেলা শাখা পুনর্গঠন বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক ক্যাম্পেইন সিলেটে বর্ণিল আয়োজনে দৈনিক আমাদের সময়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সিলেটে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ : ভিপি শামীম খালেদা জিয়ার সুস্থতা ও জিকে গউছ এর মুক্তি কামনায় দরগাহ দোয়া মাহফিল জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১ প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা সিলেটে ক্রাশার মেশিন থেকে পাথর ছিটকে পড়ে শ্রমিক নিহত শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা পরিদর্শনে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ ছাতকে পৃথক অভিযানে আড়াই কোটি টাকার চালান জব্দ, গ্রেফতার ১৫ ভূমিকম্প নিয়ে আতংক নয় সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার সিলেটে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শি শু র মৃ ত্যু যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী




শাবিতে বাড়তি সময়েও শেষ হয়নি হলের কাজ, হোস্টেল ছাত্রীদের ভোগান্তি

hall 1 20230613153350 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : নির্ধারিত সময়ের অতিরিক্ত এক বছর পার হলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল বুঝে পায়নি কর্তৃপক্ষ। গত বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কার্যক্রমের জন্য আরও এক বছর সময় বাড়ানো হয়। তবে এই সময়ের মধ্যেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পি এফ করপোরেশন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

হলে সিট না পেয়ে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের। এতে প্রতি মাসে ভাড়া বাবদ গুনতে হয় ১ হাজার ৮০০ টাকা। অনেকে সেই ভাড়া দিতে না পেরে আশ্রয় নেন হলের গণরুমে। সেখানে গাদাগাদি করে থাকেন ছাত্রীরা। গণরুম সমস্যা নিরসনে নির্মাণাধীন হল উদ্বোধনের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বহুল প্রত্যাশিত এ হলে কবে নাগাদ ছাত্রীরা উঠতে পারবেন তা নির্দিষ্ট করে বলতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-১ এর পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এ কে এম ফেরদৌস জাগো নিউজকে বলেন, এ মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হলে হলের ফার্নিচারসহ প্রয়োজনীয় জিনিসপত্র স্থাপন করতে আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। তারপর ঠিকাদার তা হস্তান্তর করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল নির্মাণের কাজ করছে মেসার্স পি এফ করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪৮০ আসনবিশিষ্ট চার তলা এ হল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখিয়ে আরও ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় বাড়ানো হয়েছে। ফলে এ হল নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য দুটি হল আছে। হলে পর্যাপ্ত সিট না থাকায় এ দুটি হলের অধীনে ক্যাম্পাসের বাইরে সামাদ হাউজ, ফজল কমপ্লেক্স ও আমির কমপ্লেক্স নামে তিনটি হোস্টেলে থাকছেন ছাত্রীরা। এসব হোস্টেলে অন্তত দুই শতাধিক ছাত্রী থাকেন।

হোস্টেলে থাকা ছাত্রীদের অভিযোগ, হোস্টেলে নানা সমস্যায় তাদের দিন পার করতে হয়। খাবার সমস্যা, পানি সংকট, রিডিং রুম না থাকা, নিরাপত্তাহীনতা, উচ্চস্বরে গাড়ির আওয়াজ ও গাদাগাদি করে রুমে থাকাসহ নানা সমস্যায় পড়তে হয়। দিনের পর দিন এসব সমস্যা বাড়তে থাকায় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ফলে নতুন হল উদ্বোধনের প্রতীক্ষায় আছেন এসব ছাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম ছাত্রী হলের অধীনে থাকা আমির কমপ্লেক্সের এক শিক্ষার্থী বলেন, হলের শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পায় এখানে তার ন্যূনতম সুযোগ নেই। অথচ আমরা তাদের তুলনায় ১২ গুন ভাড়া বেশি দিয়ে থাকি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, আমার চাকরির মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি এসব সিদ্ধান্তের সঙ্গে জড়িত হতে চাই না। আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না।

তবে ফিল্ড অফিসার ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল ইসলাম সবুজ বলেন, হলের প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ঈদের ছুটিতে অনেক শ্রমিক বাসায় চলে যাবে। তাই ঈদের আগে এ কাজ সম্পন্ন হচ্ছে না। তবে ঈদ শেষে খুব দ্রুত এ কাজ শেষ হবে।

নতুন নির্মিতব্য এ হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, কাজ শেষ হয়ে গেলে খুব দ্রুত হল উদ্বোধন হবে। নতুন হলে ৪৮০ জন ছাত্রী থাকতে পারবে। আশা করি, মেয়েদের আবাসন সংকট নিয়ে আর কোনো সমস্যা হবে না। সুত্র: জাগো নিউজ

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD