শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এসেছেন।রোববার (১১জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেট এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য ও যুবলীগের সহসভাপতি শামসাদুর রহমান রাহিন, যুক্তরাজ্য যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজানসহ কয়েকজন প্রবাসী নেতা।
সকালে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আলতাফ হোসেন, বিশ্বনাথ যুবলীগের আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ যুবলীগ নেতা মাহবুবুর রহমান, যুবলীগ নেতা রাজন আহমদ অপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় প্রবাসী নেতারা বলেন, যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যেপ্রাচ্যর পরম বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরও অনেকেই আসছেন। বিশেষ করে আনোয়ারুজ্জামানের ভালোবাসার প্রতিধান দিতে প্রবাসীরা দেশে আসছেন। সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি- ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য।এতে আন্তর্জাতিক বিশ্বে সিলেটসহ বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে দেশে এসেছি। আমার স্বজন, বন্ধু আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য।তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। আমরা তার বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আমি আশাকরি সিলেটবাসী আগামী সিটি নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা সেই বিজয়ের প্রত্যাশী।