মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম ::
দুবাই’র স্বর্ণ সিলেটে গায়েব, তল্লাশি করে ‘কাঠগড়ায়’ এস আই বিদেশিদের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এড.শাহজাহান চৌধুরী বিশ্বনাথে ৪ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিচ্ছে সৌদি আরব ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ মাধবপুরে ৬ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাংলাদেশের কাছে ভয় ধরিয়েও আয়ারল্যান্ডের হার জাফলংয়ে বসতঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নজরুল ইসলাম বিলালের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক এই যুবকের পরিচয় চায় পুলিশ সিলেটে সুরমা নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ প্রবাসীদের সংগঠন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনে মিশিগান থেকে যারা স্থান পেলেন দুবাইয়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রেমিক যুগল আপত্তিকর অবস্থায় আটক, অতঃপর…




৭ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক

rajbari1 20230314173354 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক :: রাজবাড়ীর পাংশা থেকে ৭ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের মো. আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে স্বর্ণের বারসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

আটককৃতরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বড় বনগ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা ইউনিয়নের ওসমানপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার বাবুপাড়া ইউনিয়নের পাংশা-চাঁদপুর গ্রামের মো. আব্দুল হালিমের বাড়ির সামনের পাকা রাস্তার ওপরে পুলিশের টিম দেখে একটি মোটরসাইকেল যোগে তিনজন ব্যক্তি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের গতিরোধ করলে তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথায় সন্দেহ হলে তাদের কাছ থেকে প্রথমে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের একজনের পরিহিত জুতার ভেতর থেকে কচটেপে মোড়ানো আরও সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩০০ গ্রাম।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, উদ্ধারকৃত ১০টি স্বর্ণের বারের মধ্যে ৯টি অখণ্ড বার এবং বাকি একটি বারের ভেতর ছয়টি ছোট স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাদেরকে জব্দকৃত স্বর্ণসহ আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD