মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক::বুধবার (২২ জুন) ডিআইজি, সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সুনামগঞ্জ জেলাধীন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা দূর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন টেক্সটাইল ইঞ্চিনিয়ারিং কলেজ আশ্রয়কেন্দ্রে ১৫০ জন বন্যা দূর্গতদের শুকনো খাবার-চিড়া, মুড়ি, গুড়, পানিসহ জরুরী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং ৪০০ জনকে রান্না করা খাবার বিতরণ করেন এবং ডিআইজি সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজ আশ্রয়কেন্দ্র যান এবং ২০০ জন আশ্রিত বানবাসীদেরর শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।
পরবর্তীতে ডিআইজি সুনামগঞ্জ সদর থানাধীন সোঁনাপুর বেদে পল্লী আশ্রয়কেন্দ্র প্রায় ৪৫০ জন বেদে সম্প্রদায়ের লোককে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করেন। এসময় তিনি আশ্রিত জনসাধারণের সাথে কথা বলেন এবং সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ হতে বন্যায় কবলিত দূর্গম এলাকায় এরকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন । ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেট রেঞ্জ, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতি: ডিআইজি নুরুল ইসলাম, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় এবং সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।