মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০২:২৬ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
‘সম্মিলিত সহযোগিতায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই’ ব্যানারে ৩ জুন ২০২২ ক্লাবের সদস্যরা ৪০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবণ, চিড়া ও গুড় বিতরণ করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদ, সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি সাফওয়ান হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক তুষার বনিক, সহ-সভাপতি কামরুল হাসান রাফি, সহ-সভাপতি অলিউর রহমান, কোষাধ্যক্ষ সৌরভ চন্দ্র দাস, সহ-সাধারাণ সম্পাদক আবু সুফিয়ান ফুয়াদ ও মালেকা মেহজাবিন তনুপা, পাগলা ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানিয় ব্যক্তিবর্গ এবং এতে সন্তোষ প্রকাশ করেন ত্রান নিতে আসা বন্যা দুর্গতরা।