বিডি সিলেট ডেস্ক : নাসা প্রকাশিত ছায়াপথের ছবিতে কসমিক ডুয়ো অফ গ্যালাক্সি বা ছায়াপথ দুটি পৃথিবী থেকে আনুমানিক ২১৫মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।
হাব্বল টেলিস্কোপে ধরা পড়েছে ছবিটি। নাসার এই টেলিস্কোপ প্রথম জানিয়েছিল যে আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সি ছাড়াও ছায়াপথ রয়েছে মহাকাশে।
মহাকাশের গভীর দুনিয়ার বিভিন্ন রহস্য সমাধানে কাজ করছে নাসার স্পেস টেলিস্কোপ হাব্বল। সেই সময়ই ছবিটি ধরা পড়েছে হাব্বল টেলিস্কোপে। ছবিটিতে দেখা যাচ্ছে, দুটো গ্যালাক্সি একে অন্যের মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু বাস্তবে এদের অবস্থান একটি অন্যটি থেকে অনেক দূরে অবস্থিত। ছবিটিতে যে মূল স্পাইরাল ছায়াপথ দেখা যাচ্ছে সেটির নাম হলো এনজিসি ১০৫। যার প্রতিবেশী ছায়াপথ এর প্রান্তদেশ স্পর্শ করছে বলে মনে হচ্ছে।
তবে নাসার মতে, দুটো ছায়াপথের মধ্যে যথেষ্ট দূরত্ব রয়েছে। ১৮৮৪ সালে গ্যালাক্সিটি আবিষ্কার করেছেন ফরাসির এডোয়ার্ড স্টেফান। যদিও এর পার্শ্ববর্তী গ্যলাক্সি সম্পর্কে বেশি কিছু তথ্য পাওয়া যায়নি।
এর আগেও মহাকাশের অসাধারণ সব ছবি প্রকাশ করেছে মার্কিন স্পেস এজেন্সি নাসার হাব্বল স্পেস টেলিস্কোপ। এটি নাসার ও ইউরোপীয় স্পেস এজেন্সির ৩০ বছরের পুরনো টেলিস্কোপ। যেটি ১.৩ মিলিয়নের বেশি পর্যবেক্ষণ করেছে মহাকাশে।
মহাকাশের বিস্তীর্ণ অংশ পর্যবেক্ষণের মূল হাতিয়ার হলো এই স্পেস টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব আনতে উদ্ভাবন করা হয়েছিল টেলিস্কোপটির।