BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

দেশের আকাশে শাওয়ালের মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ


মার্চ ৩০, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের আকাশে আজ আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।