BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের


মার্চ ২১, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (২১ মার্চ) দুপুর মোগলাবাজার থানার রয়েল সিটির পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন ওই যুবক। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ট্রেনের চাকার নিচে কাটা পড়েন তিনি।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে সিলেট পুলিশ ঘটানাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।