BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৭
আজকের সর্বশেষ সবখবর

অশ্লীল ভিডিও কল থেকে বাঁচাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার


মার্চ ১৫, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে অ্যাপটিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সহজ হবে। দেশজুড়ে সেক্সটর্শন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক ও মানসিক দিক দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশ্লীল ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর মতো ঘটনা এখন আর নতুন নয়! কিন্তু, এই জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহাল নন বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যার সুবিধা তোলে সাইবার অপরাধীরা। এই প্রতারণা রুখতে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনো উপায় থাকে না। কিন্তু কখনও হয়ত আপনি ক্যামেরা চালু না করেই কলটি ধরতে চাইতে পারেন। এবার সেরকমই একটি ফিচারের ওপর কাজ করছে মেটা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিও কল করার সময় একটি নতুন “Turn off your video” অপশন দেখতে পাবেন। এই বাটনে ট্যাপ করলেই ক্যামেরা অফ হয়ে যাবে এবং ব্যবহারকারী শুধু ভয়েস মোডে কল ধরতে পারবেন। এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ নতুন সংস্করণে আপডেট করতে হবে।

এছাড়াও, ক্যামেরা বন্ধ করার সময় হোয়াটসঅ্যাপে “Accept without video” অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারটির সুবিধা হলে, ব্যবহারকারী যদি চায়, ভিডিও কলে তাকে না দেখা যাক, এখন সেটাও করা যাবে। এই ফিচারটি কিছু জনের কাছে বড় কোনো সুবিধা নাও হতে পারে, আবার কিছু জনের কাছে বেশ কার্যকর ফিচার হতে পারে। তবে এই নতুন ফিচার সেক্সটর্শন ও প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য যে ভালো পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।