বিডিসিলেট ডেস্ক : কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের চাঁন মিয়া নামের এক কৃষকের জমির ধান খায় গ্রামের একপাল মহিষ। আর এতে ক্ষুব্ধ হয়ে ওই কৃষক মহিষের পালকে বেঁধে নিয়ে রাতে কমলগঞ্জ থানায় হাজির হন। কৃষকের এমন কাণ্ডের এ ঘটনার একটি ভিডিও রাতে ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।
জানা যায়, বুধবার বিকালে যোগীবিল গ্রামের কৃষক চাঁন মিয়ার রোরো ধান ক্ষেতে গ্রামের তিন কৃষকের বাছুরসহ ৯ মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে এবং ফসলি ক্ষেত নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক চাঁন মিয়া মহিষগুলো ধরে রাতে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান করে মহিষের মালিকদের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে মহিষের মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়।