BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


মার্চ ১৪, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুর থেকে দারুল কিরাত অধ্যয়নরত রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান- তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো।

পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।