BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ৪০পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার


মার্চ ১২, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ৪০পিস ইয়াবাসহ ফেরদাউস মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০টায় উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের রুশন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ফেরদাউস মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। প্রতিদিনেরন্যায় মঙ্গলবার রাত ১০টায় উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলে সামনে ইয়াবা পাচারকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আবু মোকসেদসহ একদল পুলিশ উপজেলার কিশলয় জুনিয়র হাই স্কুলের সামনে অভিযান চালান। এসময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। এধরণের অভিযান অব্যাহত আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।