BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার


মার্চ ১০, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এক প্রেস রিলিজে জানান, সোমবার (১০ মার্চ) রাত পৌনে ১টার দিকে সিপিসি-২ মৌলভীবাজারের আভিযানিক দল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উভয়ই রতনপুর গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মো: ইয়াকুব আলীর ছেলে মো: ইসমাইল মিয়া (৩২)।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দ কৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। এবং তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব -৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।