শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




নিজেকে শেষ করতে চেয়েছিলেন: অভিনেত্রী আজমি

shabana azmi 20250102100210 - BD Sylhet News




বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। বিভিন্ন ধরনের চরিত্রে তার অভিনয়গুণ নজর কেড়েছে দর্শকের। তবে অভিনয় ছাড়াও মাঝে মধ্যেই লাইমলাইটে উঠে আসে তার ব্যক্তি জীবনও। কিন্তু জানেন, এই অভিনেত্রী একবার নয়, দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন!

শাবানা আজমির বাবা ছিলেন জনপ্রিয় কবি শওকত আজমি। সাংস্কৃতিক দিক দিয়ে বরাবরই সমৃদ্ধ ছিল তার পরিবার। খ্যাতনামাও বটে। কিন্তু এমন পরিবারে জন্মানোর পরেও শাবানা আজমির ছোটবেলা বা জীবনের শুরুর দিকটা বেশ ইমোশনাল চ্যালেঞ্জের মধ্যে কেটেছে। বহু লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এমনকি জাভেদ আখতারকে বিয়ের পর ভ্রূ কুঁচকে মানুষ তাকিয়েছে তার দিকে, চর্চা হয়েছে তাদের সম্পর্ক নিয়ে।

জাভেদ আখতার মাঝে মধ্যেই শাবানা আজমির বাড়ি যেতেন তার বাবাকে কবিতা শোনাতে। সেই থেকেই তাদের মধ্যে যোগাযোগ বা আলাপের শুরু; গড়ে ওঠে সম্পর্কও। কিন্তু যেহেতু তখন জাভেদ আখতার বিবাহিত ছিলেন, সন্তান ছিল তার, তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর বাড়ি থেকে মানা হয়নি এই সম্পর্ক। যদিও পুরোনো স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর ১৯৮৪ সালে শাবানা আজমিকেই বিয়ে করেন জাভেদ আখতার।

জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করলেও দুইবার আত্মহত্যা করতে গিয়েছিলেন শাবানা আজমি। তবে সেটার কারণ সম্পর্ক বিষয়ক কিছু নয়। শোনা যায়, তার ভাইয়ের সঙ্গে তার তুলনা করা হতো বারবার। সেখান থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকেন অভিনেত্রী আর সেই কারণেই নিজেকে শেষ করতে চেয়েছিলেন তিনি।

১৯৭৪ সালে অঙ্কুর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাবানা আজমি। সেই ছবিতে তিনি এক স্বাধীন, শক্তিশালী, আত্মনির্ভর নারীর চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে শাবানা আজমি তার বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধরনের নারী চরিত্রে কাজ করেছেন। নারীদের লড়াইয়ের কথা তুলে ধরেছেন।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD