শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ প্রবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

malaysia1 20241029141431 - BD Sylhet News




আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) রেকর্ড অনুসারে সাজা শেষে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত অভিবাসন ডিপো থেকে মোট ৩৩ হাজার ৮০৭ বিদেশি বন্দিকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদে টুয়ান তান হং পিনকে (পিএইচ-বাকরি) এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, তাদের মধ্যে ২৪ হাজার ৫৪২ প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ হাজার ৮৭ জন প্রাপ্তবয়স্ক নারী, ৬৮১ জন ছেলে এবং ৪৯৭ জন বয়স্ক নারী রয়েছে। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানানো হয়নি। তবে ইন্দোনেশিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি বন্দি ছিলেন মোট ১৪ হাজার ৫৮৩ জন (৪৩.১%)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) কার্ড আছে তাদের প্রথমে যাচাইকরণের উদ্দেশ্যে এবং মুক্তির আগে ইউএনএইচসিআর-এ রেফার করা হবে।

তিনি বলেন, বন্দিদের প্রত্যাবাসন নিশ্চিত করার একটি ব্যবস্থা হিসাবে ইউএনএইচসিআর থেকে নিশ্চিতকরণ করা হয়েছিল যেন প্রত্যাবর্তনের নীতি লঙ্ঘন না হয়।

সাইফুদ্দিন বলেছেন, জিআইএম সর্বদা বন্দিদের দেশে পাঠানোর আগে ভ্রমণের কাগজপত্র দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের সাথে সহযোগিতার মাধ্যমে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য সচেষ্ট থাকে।

তিনি বলেন, ইমিগ্রেশন ডিপোতে আটকদের প্রত্যাবাসন ইমিগ্রেশন ডিপোর প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত ইমিগ্রেশন মহাপরিচালকের স্থায়ী নির্দেশের ভিত্তিতে পরিচালিত হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD