রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি : সিগারেট কেনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেট এম সি কলেজের মাস্টার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমল চন্দ্র দত্ত (২৭)।
এই ঘটনায় আহত শিক্ষার্থী জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার ভিমখালী বাজারে অমল চন্দ্র দত্ত তার পিতার মুদি দোকানের কাজে সহযোগিতা করতেন। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সিগারেট কেনার জন্য মুক্তার হোসেনকে পাঠান বাকিতে সিগারেট নেওয়ার জন্য।
কিন্তু ৪৫০ টাকা বাকি থাকায় সিগারেট না দেওয়ায় তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে গত ১ অক্টোবর রাত ৯টায় জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন তার ১০-১৫ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে ও বাড়িঘরে হামলা চালান।
এ বিষয়ে অভিযুক্ত জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বলেন, ‘ঘটনাটির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঘটনার দিন আমি এলাকায়ও ছিলাম না।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামাল হোসাইন জানান, এ মামলার তদন্ত চলমান রয়েছে, সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।