তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এ অ্যাপটি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন থেকে জানা গেছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ গুগল মিট বা জুমের মতো ফিচার যুক্ত করতে চাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অন্য ইউজার বা গ্রুপের সঙ্গে ভিডিও বা ভয়েস কলের লিঙ্ক শেয়ার করতে পারবেন।
যেভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও এবং ভয়েস কল লিঙ্ক তৈরি করবেন
সবার প্রথমে যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্রাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। গ্রুপ হলে ওপেন করতে হবে তার চ্যাট উইন্ডো। এবার কল আইকনে ক্লিক করতে হবে। নিচে পাওয়া যাবে ক্রিয়েট কল লিঙ্ক। এবার বেছে নিতে হবে কল টাইপ, প্লাস বাটনে ক্লিক করে।
ভিডিও না ভয়েস কল, তা বেছে নেয়ার পরে নিচে সবুজ কল লিঙ্ক এসে যাবে। এবার সেটা অন্য ইউজার বা গ্রুপে শেয়ার করলেই হলো। শুধু মনে রাখতে হবে যিনি লিঙ্ক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন উভয় পক্ষকেই কথা বলার জন্য জয়েন কল বাটন ট্যাপ করতে হবে। এরপরই তার পরেই কল কানেক্টেড হবে।