শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১০০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন আগুয়েরো

aguero 20241012133011 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে ২০২১ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। এরপর হার্টের সমস্যার কারণে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন। সেই সময় তার চুক্তি বাতিলের পর পাওনা বাকি উল্লেখ করে ক্লাবটির বিপক্ষে স্পেনের আদালতে মামলা করেছেন আগুয়েরো।

সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, বার্সার কাছে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার (৩০ লাখ ইউরো) পাওনা দাবি করেছেন সাবেক এই ফরোয়ার্ড। ২০২৩-২৪ মৌসুম নিয়ে বার্সার একটি আর্থিক প্রতিবেদনে এমনটা জানা গেছে। বছরের শুরুতেই ওই মামলা করেন আগুয়েরো।পরবর্তীতে ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে সংবাদমাধ্যমটি।

ক্লাবটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে– ২০২৪ সালের মে মাসে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ৩০ লাখ ইউরো পাওনা চেয়ে মামলা করেছে। তার দাবি- সমঝোতার ভিত্তিতে অগ্রিম চুক্তি বাতিলের কারণে তিনি ওই পরিমাণ অর্থ পান। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু (২১ জুন) পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে।

এভাবে বার্সার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তার মধ্যে একটি– ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি। তাদের দাবি, ওই অর্থ গত বছর বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলের পিএসজিতে পাড়ি জমানোর মধ্যস্থতা করার অংশ হিসেবে পাওনা। যা নিয়ে বার্সেলোনা আদালতের শরণাপন্ন হয়েছে এবং ওই কোম্পানি মামলা লড়তে প্রস্তুত বলেও জানানো হয়েছে আর্থিক প্রতিবেদনে।

আগামী ১৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে কাতালান ক্লাবটির। সে উপলক্ষ্যে বোর্ডের সদস্যদের কাছে আর্থিক প্রতিবেদনটি পাঠানো হয়েছে। ২০২৩-২৪ আর্থিক প্রাপ্তি নিয়ে তারা চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে। একইসঙ্গে গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতির কথা সভায় উত্থাপন করবে বার্সা।

গতকাল শুক্রবার রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে অর্ধমিলিয়ন ডলার বোনাস নিয়ে করা একটি মামলায় বার্সেলোনা পরাজিত হয়েছে। ফলে ক্লাবটিকেও সেই অর্থ পরিশোধ করতে হবে না। এ ছাড়া গত বছর ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের চুক্তি বাতিল নিয়ে ফিফার আদেশের বিরুদ্ধে বার্সার করা একটি আপিল ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বাতিল করেছে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD