রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম ::
মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছেলেকে নি’র্যা’ত’ন সিলেটে গাড়ির মালিককে ছিনতাইকারী সাজিয়ে গ্রে’ফ’তা’র ৬ দিন থেকে কলেজছাত্রী নি*খোঁ*জ! সুনামগঞ্জে মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩ ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননায় মামলা মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আরবের জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন শিল্পী! সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস ঢাবির ভ‌র্তি প‌রীক্ষায় ‘না‌তি-নাত‌নি’ কোটা বাদ সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেফতার চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি সীমান্তে বিএসএফের গুলির ঘটনায় বিজিবির প্রতিবাদ মা-ছোট ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা




ভারতকে চাপে রেখেছেন বাংলাদেশের তিন পেসার

Untitled 2 copy 13 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচের দুঃস্মৃতি ভুলে দ্বিতীয়টিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ভারতের টপ অর্ডারকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের তিন পেসার- তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ভারত।

দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শরিফুল ইসলামের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। ভারতের একাদশে অবশ্য কোনো বদল আসেনি।

আজ শুরুতেই মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওই ওভারে অফ স্পিনার মিরাজ তিন চারসহ ১৫ রান হজম করেন। দ্বিতীয় ওভারে পেসার তাসকিন আহমেদকে বোলিংয়ে আনেন শান্ত। দারুণ নিয়ন্ত্রিত বোলিং প্রথম ৫ বলে মাত্র ২ রান দেন তাসকিন। শেষ বলে তুলে নেন উইকেট। তার স্লো লেন্থ বলের সঙ্গে টাইমিং না করতে পেরে মিড অফে ক্যাচ তুলে দেন ভারতীয় ওপেনার সাঞ্জু স্যামসন। সহজেই তা তালুবন্দি করেন শান্ত।

তৃতীয় ওভারে আর মিরাজকে ফেরাননি শান্ত। এবার আসেন আরেক ডানহাতি পেসার তানজিম সাকিব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা এই বোলারকে আগের ম্যাচের একাদশে রাখা হয়নি। তবে এবার ফিরেই সাফল্য পেলেন তিনি। স্বভাবসুলভ আক্রমণাত্মক বোলিংয়ে ভারতকে দ্বিতীয় ধাক্কাটি দেন তানজিম। প্রথম চার বলে দুই চারে ৮ রান খরচ করেন তিনি। কিন্তু শেষ বলে তার গতিময় পেসে পরাস্ত হন অভিষেক শর্মা। অফসাইডের বাইরের বল টেনে মারতে গিয়ে বোল্ড হয়েছেন অভিষেক (১৫)।

চতুর্থ ওভারে ফের তাসকিন বল হাতে গতি আর সুইংয়ের জাদু দেখান। এই ওভার থেকে আসে ৪ রান। পরের ওভারে তানজিম ফিরলেও দেন ৭ রান। তবে পঞ্চম বলে নিতিশ রানা ক্যাচ তুলে দিলেও ধরতে পারেননি লিটন দাস। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজ আসেন আক্রমণে। ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করার পরের বলেই তিনি তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট। ফিজের কাটারে বিভ্রান্ত হয়ে মিড অফে শান্তর হাতে ক্যাচ দেন সূর্যকুমার (৮)।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD