শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে এর আগেও এরকম সুযোগ এসেছে। কিন্তু ২০২৪-এ তরুণ ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে ৭৫তম আন্তস্কুল ও ১৪তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন মাল্টিফেবস ফেবরিকসের ম্যানেজিং ডিরেক্টর মেসবাহ ফারুকী ও সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সুপেরিয়র জেনারেল ব্রাদারস অব হলিক্রস ব্রাদার সুবল লরেন্স রোজারিও সিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার উজ্জ্বল প্লাসিড প্যারেরা সিএসসি। স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাবের মডারেটর মো. শাহাদাত হোসেন।
গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাবের মডারেটর মো. শাহাদাত হোসেন বলেন, ‘বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার মাধ্যম হিসেবে বিতর্ক প্রাচীন কাল থেকেই সত্য সন্ধানী মানুষদের প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করছে। সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাদানের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দর্শনচর্চার কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫০-এর দশক থেকে প্রতিষ্ঠানটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে।’
অনুষ্ঠানে চারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওপেন রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইনালিস্ট টিম ছিল মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
বক্তব্য শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাবের কো-মডারেটরদের। এরপর স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মাল্টিফেবস ফেবরিকসের সহযোগিতায় এই বিতর্ক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক খবরের কাগজ।