মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে একের পর এক পরিবর্তন। এবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
গত ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০১২ সাল থেকেই পাপনের বোর্ডে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে আসছেন সুজন। এর মধ্যে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও আছে। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়া বিসিবি পরিচালক পদের পাশাপাশি জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এছাড়া ক্রিকেট ক্লাব আবাহনী ও বিপিএলে ঢাকার ক্লাবকে কোচিং করিয়েছেন সুজন। তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতেও জুড়ি মেলা ভার এই তারকার।
জানা গেছে, সুজনের আগে পদত্যাগ করেছেন বিসিবির আরও কয়েকজন পরিচালক। এর মধ্যে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও আছেন। শোনা যাচ্ছে-আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদেরের মতো পরিচালকরাও পদত্যাগ করতে পারেন। পদত্যাগ না করলেও টানা তিন কার্যদিবসে উপস্থিত না হওয়ার কারণে পরিচালকের পদ হারাতে পারেন তারা।