মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

457706523 1699943170791295 1144079248414301356 n - BD Sylhet News




সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন সুনামগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এর আগে রবিবার বিদায়ী পুলিশ সুপার এম, এন, মোর্শেদ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেলার এই পুলিশ প্রধান। মতবিনিময়কালে সীমান্ত নদী ধুপাজান, পাটলাই, যাদুকাটায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকগণ। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিবে পুলিশ প্রশাসন এমন আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, (সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ এসময় উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কনফারেন্স রুমে মতবিনিময় সভা চলে দুই ঘন্টাব্যাপী।

উল্লেখ্য,কর্ম দক্ষতার গুনে অতিরিক্ত পুলিশ সুপার থেকে ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন আনোয়ার হোসেন। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন আনোয়ার হোসেন। এছাড়া র‍্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা, পুলিশ সুপারের কার্যালয়, নাটোর জেলা, পিবিআই হেডকোয়ার্টার্স, আরএমপি, রাজশাহী, ঝালকাঠি জেলার সদর সার্কেল, পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন এ্যাফেয়ার্স শাখা, বিএমপি, বরিশাল, পুলিশ সুপারের কার্যালয় (সদর) সিরাজগঞ্জ জেলা, ৪ এপিবিএন, পুলিশ সুপারের কার্যালয়, রাঙ্গামাটি জেলাসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। যেখানে তিনি অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।

এদিকে, আনোয়ার হোসেন এর পদে যোগদানে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করবেন এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা সর্বমহলের।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD