বিডিসিলেট ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় সিরাজুল ইসলাম শিমু (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জেদ্দায় সড়কের ওপরে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালে নিয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। মরদেহ বর্তমানে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালের মর্গে রয়েছে।
তার মরদেহ জেদ্দা দূতাবাসের মাধ্যমে দ্রুত দেশে পাঠানোর জন্য আকুল আবেদন জানিয়েছে পরিবার। এক বুক স্বপ্ন নিয়ে সিরাজুল ইসলাম শিমু প্রায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান।
সিরাজুল ইসলাম শিমুর মৃত্যুতে সৌদি আরব শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী, উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সদস্য জয়নাল আবেদীনসহ সংগঠনের পক্ষ থেকে তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।