মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম ::
সকল ফাঁসির আসামীদের পূর্ণ বিচারের আগ পর্যন্ত সাধারণ জীবনযাপনের দাবিতে মানববন্ধন নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে: বাসদ সিলেটে নদী থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬ মালয়েশিয়ায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু সিলেটে চিনিকান্ডে দুই বিএনপি নেতা স্থায়ী বহিস্কার আ.লীগের যেসব নেতা গ্রেফতার হয়েছেন এইচএসসি পরিক্ষায় ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ সাংবাদিক হেনা মমোর পিতার মৃত্যুতে অনলাইন প্রেসক্লাবের শোক সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্দ বড়লেখায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১




শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে কুমিল্লার হার

sa 1708341517 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : ১৭৮ রানের লক্ষ্য। ৯ ওভার শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২ উইকেটে ৫৭ রান। লিটন দাস অপরাজিত ২৬ বলে ২২ রান করে। যে ম্যাচটা জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত হবে, সেই ম্যাচে কুমিল্লার এমন ব্যাটিং দেখে অবাক হওয়ারই কথা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পরের ওভারটিতেই গা ঝাড়া দিল বর্তমান চ্যাম্পিয়নরা। আরিফুল হকের করা ওই ওভারে ২২ রান নিল কুমিল্লা। ১ ছক্কা, ৩ চার ও ২টি ডাবলে ২২ রানই নিলেন লিটন। এক ঝটকায় ২৬ বলে ২২ থেকে ৩২ বলে ৪৪ হয়ে গেল লিটনের রান। পরের ওভারের শেষ বলে লিটন পেয়ে কুমিল্লা ওপেনার পেয়ে গেলেন এবারের বিপিএলের নিজের দ্বিতীয় ফিফটি।

সেই লিটন স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেই শেষ পর্যন্ত ফিরেছেন ৮৫ রানে। ১৯৬ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে লিটনের সর্বোচ্চ ছিল ৮৩। এ বছরই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৮৩ রান করেছিলেন লিটন।

লিটনের ৫৮ বলের ৮৫ রানের ইনিংসের পরও অবশ্য জিততে পারেনি কুমিল্লা। ৬ উইকেটে ১৬৫ রানে থেমে হেরেছে ১২ রানে। তাতে দলটির প্লে-অফ নিশ্চিত করার অপেক্ষা বেড়েছে একটু। অন্যদিকে ১১ ম্যাচে পাওয়া চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল আগেই লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া সিলেট।

লিটন ফিরেছেন শেষ ওভারের প্রথম বলে তানজিমের বলে বোল্ড হয়ে। ৬ বলে ২৫ রানের সমীকরণ নিয়ে ওভারটা শুরু করেছিল কুমিল্লা। লিটনের বিদায়ের পর উইকেটে গিয়েই প্রথম বলে ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন জাকের আলী। কিন্তু পরের ৪ বলে ১৯ রানের হিসাব মেলাতে পারেনি জাকের-রাসেলরা।

টস জিতে ব্যাটিং নেওয়া সিলেট ৫ উইকেটে করেছিল ১৭৭ রান। এই রানের ১০৩-ই সিলেট করেছে শেষ ৯ ওভারে। বেনি হাওয়েলের ঝড়ে শেষ ৫ ওভারে সিলেট করে ৬৯ রান। ফ্রান্সের বোর্দোতে জন্ম নেওয়া ইংলিশ অলরাউন্ডার ৩১ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। ৬টি চার ও ৪টি ছক্কা মেরেছেন হাওয়েল।

সিলেটের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান ওপেনার কেনার লুইসের। ২৫ বলে ৩৩ রান করেছেন ক্যারিবীয় ওপেনার। এ ছাড়া বলার মতো রান পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ২০ বলে ২৮ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

রান তাড়ায় লিটন ছাড়া কুমিল্লার ইনিংসে বলার মতো রান বলতে আন্দ্রে রাসেলের। ১৪ বলে ২৩ রান করে শেষ বলে আউট হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার। রাসেলকে ফিরিয়েছেন তানজিম হাসান। জাতীয় দলের পেসার ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার। তানজিম অবশ্য ৩ ওভারে রান দিয়েছেন ৩৩টি।

১০ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৪ নিয়ে কুমিল্লা আছে দুইয়ে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া সিলেট আছে ছয়ে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD