রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট সফরের আসছেন আগামী (১৫ জানুয়ারি) সোমবার। ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সোমবার বিকেল ৪ টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা আওয়ামী লীগ এবং মহানগর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যথাসময়ে উপস্থিত থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।