BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০১
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টা: মাদরাসার পুরস্কার ও পাগড়ী বিতরণ


ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারের তাতীপাড়াস্থ হাজী আব্দুল মুকিত জামে মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী আব্দুল মুকিত জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মুকিত সভাপতিত্বে, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ মোঃ আব্দুল মুক্তাদির আল-আজহারী ও মাদরাসার শিক্ষক মো আবু সিদ্দিক নাঈম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ মোঃ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, কোরআন শরীফকে সর্বোচ্চ সম্মান দিয়ে চলতে হবে। আগুনের সঠিক ব্যবহারের মাধ্যমে যেমন মানুষ আগুন থেকে লাভবান হয় তেমনি আগুনের অপব্যবহার হলে আগুনের দাবানলে জ্বলতে হয়। সেজন্যই, কোরআন শরীফ ও তার পাঠদানকারীদের সাথে সর্বোচ্চ তাযিমের সাথে ব্যবহার করা উচিত। এই প্রতিষ্ঠানকে আল্লামা বর্ণি সাহেব (রহঃ) এর নামে শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার নামকরণ করা হয়েছে। আমি মনে করি আল্লামা বর্ণির সাহেব (রহঃ) এর রুহানি দোয়ার বরকতে আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফিজ মিছবাহ উদ্দীন (বড়মিয়াছাব)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লক্ষণাবন্দ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ আব্দুল আজিজ, মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ কামরুল ইসলাম ও মাওলানা ক্বারী মুহিবর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফিজ ইসহাক আহমদ, হাফিজ দুলাল আহমদ, হাফিজ মারুফ আহমদ, হাফিজ মিজানুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ রোকন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী শফি আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তপন উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন সহ অত্র প্রতিষ্ঠানের সকল সাবেক শিক্ষার্থী ও অভিভাবক এবং পাড়ার বিশিষ্ট মুরব্বিয়ানবর্গ।

অনুষ্ঠানে ছয়জন শিক্ষার্থীকে পাগড়ী বিতরণ করা হয়। তারা হলেন, হিফজ সমাপনকারী হাফিজ রবিউল হোসাইন তানভীর, হাফিজ জিহাদ তানভীর মাহি, হাফিজ ইসমাঈল হোসেন, হাফিজ মোঃ হাছিবুর রহমান, হাফিজ কাওছার আহমদ (তামীম), হাফিজ মাহফুজুল আমিন মারজান।

পরিশেষে আলহাজ্ব হযরত মাওলান হাফিজ মোঃ মিছবাহ উদ্দিন (বড়মিয়াছাব) এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।