বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




দুর্দান্ত লড়াইয়ে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা

bosundhara kings 1702898141 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : ঢাকার বাইরে ফুটবল ফাইনালের সাজানো মঞ্চ। দর্শকের বাড়তি উচ্ছ্বাস তাই অনুমিত। ওই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে মোহামেডান আর বসুন্ধরা কিংসের লড়াই। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফাইনালে গোল, পাল্টা গোলের লড়াই দেখা গেছে। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে কামব্যাক করে ২-১ গোলে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।

বিদেশি ও দেশি ফুটবলারের সমন্বয়ে বসুন্ধরা কিংস শক্তিতে এগিয়ে। কিন্তু ঐহিত্য সমৃদ্ধ মোহামেডান ফাইনালে উঠেছে মানে তারা ছেড়ে কথা বলবে না, এটাও জানা কথা। ম্যাচে দুর্দান্ত লড়াই-ই করেছে তারা। তবে ৮৫ মিনিটে হজম করা গোল আর শোধ করতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানতে থাকে বসুন্ধরা কিংস। দু’বার গোল পাওয়ার খুব কাছে চলে গিয়েছিল দলটি। কিন্তু গোল পায়নি তারা। বরং পেনাল্টির জোরালো আবেদনে লিড নেওয়ার আশা দেখিয়েছিল মোহামেডান। প্রথমার্ধে গোল শূন্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে দেখা গেছে তিন গোল।

প্রথম গোলটি করে মোহামেডান। ম্যাচের ৫০ মিনিটে গোল করে ঢাকা লিগের এক সময়ের প্রভাবশালী দলটি। তাদের গোল পাওয়ার পথ অবশ্য বসুন্ধরাই তৈরি করে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানের ফুটবলারকে গুরুতরভাবে ফাউল করে লাল কার্ড দেখেন বসুন্ধরার রফিকুল ইসলাম।

কিন্তু ১০ জন নিয়ে গোল খাওয়ার পরই ঘুরে দাঁড়ায় বসুন্ধরা। কর্ণার কিক থেকে গোল পায় কিংসরা। গোলটি আসে দীর্ঘদেহি ফুটবলার ইমানুয়েলের সানডের মাথা থেকে। তার দেওয়া দারুণ হেড জালে জড়িয়ে যায়। ৮৫ মিনিটে জয়সূচক কাঙ্খিত গোলটি পেয়েছে বসুন্ধরা কিংস। মেতেছে শিরোপা উৎসবে। যে গোলটি করেছেন ব্রাজিলের স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ। গোলের কারিগর আরেক বিদেশি মিগুয়েল ফেরেইরা।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD