BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

বর্ণি বাঁওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা


সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাঁওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বর্ণি ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ কয়েক হাজার দর্শক উপভোগ করেন।

টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নবাসী প্রতিবছর ঐতিহ্যবাহী বর্ণি বাঁওড়ে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। নৌকাবাইচ ও মেলার জন্য এ দিনটির অপেক্ষায় থাকেন বর্ণি ইউনিয়নসহ আশপাশের বাসিন্দারা।

এবারের নৌকাবাইচে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫টি বাছারি নৌকা অংশ নেয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বাইচ। বাঁওড়ের মধ্যে ছোট ছোট অসংখ্য নৌকায় বসে ও বাঁওড়ের দু’পাড়ে দাঁড়িয়ে বিপুলসংখ্যক মানুষ উপভোগ করেন দৃষ্টিনন্দন এ বাইচ। বাইচ উপলক্ষে বর্ণি বাঁওড়ের দু’পাড়ে গ্রামীণ মেলা বসে। এ মেলায় মিষ্টান্ন, চানাচুর, চটপটি, ফুচকাসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, শিশুদের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়ে বসেন দোকানিরা।

গোপালগঞ্জ শহর থেকে নৌকাবাইচ দেখতে আসা আকবর হোসেন, সজীব বিশ্বাস বলেন, আমাদের গ্রামীণ নানা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নৌকাবাইচ ও গ্রামীণ মেলার এসব ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বর্ণি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নৌকাবাইচের আয়োজক খালিদ হোসেন জানান, সুদীর্ঘ ১০০ বছর ধরে বর্ণি বাঁওড়ে এই নৌকাবাইচ হয়ে আসছে। এই ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও নৌকাবাইচের আয়োজন অব্যাহত রাখা হবে।

নৌকাবাইচ প্রতিযোগিতায় টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলি গ্রামের মামা-ভাগনে নৌকা প্রথম, বর্ণি গ্রামের স্বপ্নের তরী দ্বিতীয় ও জোয়ারিয়া গ্রামের জয় মা দুর্গা নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।