হবিগঞ্জ প্রতিনিধি : শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কি ভিসানীতি আরোপ করল তার উপর আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বেনা। শিক্ষামন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধপরিকর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামলীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা।
তিনি আজ বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে পূর্বে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন। পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে টিবশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।