বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠ লাহোরে ম্যাচটি খেলতে নামবে বাবর আজমের দল। ওই ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান।
এশিয়া কাপের শুরু থেকেই একদিন আগে একাদশ ঘোষণা করছে পাকিস্তান। নেপাল ম্যাচ দিয়ে যেটা শুরু। পরে ভারতের বিপক্ষে ম্যাচেও ১১ ঘণ্টা আগে একাদশ জানিয়ে দিয়েছিল পিসিবির।
বাংলাদেশের বিপক্ষেও ম্যাচেও ব্যতিক্রম হলো না। তবে সাকিব আল হাসানদের বিপক্ষে ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে বসিয়ে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে তারা।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।