BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫১
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু


মে ৩১, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তাঁদের মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম।সোমবার (২৯ মে) দিনগত রাত তিনটার দিকে আবুধাবির স্থানীয় সময় দেশটির শারজা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ফার্নিচার দোকান ব্যবসায়ী মো. ইউছুফ (৪৩); তিনি উপজেলার পলতি গ্রামের মৃত আব্দুল কাদের-মহব্বতের নেছা দম্পতির ছেলে। দোকান কর্মচারী মো. রাসেল (৩২); তিনি মতৈন গ্রামের মৃত আব্দুল ওয়াহাব-শরিফা বেগম দম্পতির ছেলে এবং অপরজন হচ্ছেন পলতি গ্রামের মীর আহাম্মদ-পেয়ারা বেগম দম্পতির ছেলে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারি ও নিহত ফার্নিচার দোকান ব্যবসায়ীর বড়ভাই ডাক্তার মো. রসুল মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী মো. ইউছুফের বড় ভাই মো. রসুল বলেন, তার ছোট ভাই দীর্ঘ ২৫ বছর ধরে আবুধাবিতে প্রবাস জীবন যাপন করে আসছিলেন। দুই বছর আগে তিনি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে শারজা এলাকায় একটি ফার্নিচার (সোফা তৈরি-বিক্রির ব্যবসা) শুরু করেন। গত পাঁচ বছর আগে তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন। তার সংসারে স্ত্রী নুরনাহার বেগম, মাদ্রাসা শিক্ষার্থী বড় ছেলে মাইনুল ইসলাম মিলন (২০) ও পঞ্চম শ্রেণির ছাত্র মেহেদী হাসান সিফাত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকান বন্ধ করে ভিতরে ইউছুফ দোকান কর্মচারী রাসেল ও বেড়াতে আসা মো. তারেক হোসেন ঘুমিয়ে পড়েন। আবুধাবির স্থানীয় সময় রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হলে দোকানের ভিতরে ঘুমের মধ্যেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মঙ্গলবার সকালে আবুধাবিতে বসবাসরত ইউছুফের স্বজন আবুল বাশার ও আনোয়ার হোসেন মোবাইল ফোনে কল করে তাদের মৃত্যুর খবর দেন।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত প্রবাসীদের ব্যাপারে বিস্তারিত খোজখবর নিচ্ছে পুলিশ।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাবুর রহমান বলেন, তিনি এ ঘটনা শুনেননি, তবে খোজ খবর নিয়ে জানাবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।