সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের পৃথক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ছাতক উপজেলার দিঘলী চানুপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে রাজন মিয়া (২২)। সুনামগঞ্জ সদর উপজেলার মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া(২৪) আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (৩০), আব্দুস সালামের ছেলে শামীম মিয়া (২২)।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।