BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা


জুন ৮, ২০২২ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মধ্যবাজারে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৫ টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী আব্দুল আলী নামের এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত ১২৫টি কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।