হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ শহরে অটোরিক্সা টমটমের ভাড়া বৃদ্ধি করার দাবি জানিয়েছে পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদ। গতকাল মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। এসময় হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ বছর ধরে একই ভাড়ায় (৫ টাকা) হবিগঞ্জ শহরে টমটম চালানো হচ্ছে। শুরুতে যে ভাড়া ছিল এখনো তা একই রয়েছে। এখন টমটম ও এর যন্ত্রাংশের মূল্য অনেক বেড়েছে। পাশাপাশি দ্বিগুণ হয়েছে পার্কিং ফিস। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যেও ঊর্ধগতির ফলে খরচ সংকুলান করা সম্ভব হচ্ছে না।
এজন্য সংবাদ সম্মেলনে পৌরবাসী ও পৌর কর্তৃপক্ষের নিকট পুণরায় ভাড়া নির্ধারণের আবেদন জানানো হয়। আর ভাড়া নির্ধারণ করলে শ্রমিক ও যাত্রীদের মধ্যে কোন ধরণের ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শহরের চৌধুরীবাজার পয়েন্ট থেকে পোদ্দারবাড়ি ও পৌর বাস টার্মিনাল পর্যন্ত উঠানামা করলে ১০ টাকা ভাড়া হবে। অর্থাৎ টমটমে যাতায়াত করলেই ভাড়া হবে ১০ টাকা। এছাড়াও তারা শ্রমিক কার্ডের জন্যও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।