BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্রগ্রামে অগ্নিকাণ্ড লাইভ করা নয়নের বাড়িতে শোকের ছায়া


জুন ৫, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের চিত্রটি লাইভ করতে গিয়ে পুড়ে প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অলিউর রহমান নয়ন।

রোববার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ওই উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কর্মরত শ্রমিক নয়ন ফেসবুকে লাইভ করার সময় নিহত হন। এ দুর্ঘটনার সময় ঘটনাস্থলের একটু দূরে থেকে ফেসবুক লাইভ করছিলেন নয়ন। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তারপর থেকেই দীর্ঘ সময় নিখোঁজ হন তিনি। একপর্যায়ে নয়ন মারা যান। রাত আনুমানিক ২টায় নয়নের মরদেহ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নয়নের গ্রামের বাড়ি কুলাউড়ার উপজেলায়। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী এলকার আশিক মিয়ার ছেলে। পরিবারের ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনি বড়। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে প্রায় ৪ মাস আগে একই গ্রামের বাসিন্দা মামুন মিয়া ঠিকাদারের মাধ্যমে ওই ডিপোতে শ্রমিকের কাজে যোগ দেন তিনি।

সূত্র আরও জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ডিপোতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় ফেসবুকে লাইভে থেকে সবাইকে আগুনের খবর প্রায় ৪০ মিনিট পর্যন্ত দিচ্ছিল অলিউর। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে হাতের মোবাইল ছিটকে যায় নয়নের। তারপর চারদিকের আহাজারি, চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায় কী অবস্থায় আছেন তা জানা যায়নি।

এদিকে আজ সকালে পরিবারের কাছে খবর আছে নয়ন মারা গেছে। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাগ্যবদলে ৪ মাস আগে চট্টগ্রামে যাওয়া বড় ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়েছেন বাবা আশিক আলী।

নয়নের চাচা সুন্দর আলী জানান, আমাদেরকে গাড়ি নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা ইতোমধ্যে নয়নের মরদেহ আনতে রওয়ানা হয়েছি।

খোঁজ নিয়ে জেনেছি, নিয়ত নয়নের পরিবারটি নিম্নবিত্ত। কুলাউড়া প্রসাশনের পক্ষ থেকে নয়নের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ প্রয়োজনীয় আর্থিক সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করবো বলে জানান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।