বিডি সিলেট ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।নিহত শেখ মোঃ গয়াছ উদ্দিন (৬২) উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর পুত্র ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮মে শনিবার রাতে গ্রামের সিরাজ মিয়ার বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ জুন শুক্রবার সকাল আটটায় মৃত্যুবরন করেন।
জানা গেছে, পীরবাজার ইজারা ও এলাকার উন্নয়ন কাজসহ গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে শেখ মোঃ গয়াছ উদ্দিনের সাথে বরুণী গ্রামের মৃত জমির আলী উরফে জমরুশের পুত্র মাসুক মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শেখ মোঃ গয়াছ উদ্দিন প্রতিপক্ষের হামলার শিকার হন।
এ ব্যাপারে নিহত শেখ মোঃ গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ (২২) বাদী হয়ে ২০ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।