BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ পাঁচ মাদক কারবারী আটক


জুন ৩, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শুক্রবার (৩ জুন) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত মানিক দাসের ছেলে সজল দাস (৩৫), সিলেট বালুচর এলাকার বাদল দাসের ছেলে বিপন দাস (২০), দলদলী চা-বাগান এলাকার দীলিপ দাসের ছেলে দীপক দাস (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার পলাশ দাসের ছেলে জগন্নাথ দাস (২১), তেলিয়াপাড়া চা-বাগান এলাকার সাধন দাসের ছেলে সাগর দাস (১৯)।

র‌্যাব জানায়- শুক্রবার (৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার মিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।