BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

করোনা রিপোর্ট নেগেটিভ হলে কুয়েতে হোম কোয়ারেন্টিন বাতিল


জানুয়ারি ১৮, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আগত ব্যক্তিদের ৭ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনের সম্মতি দিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। তবে ৭ দিনের আগেই কোয়ারেন্টিন বাতিল হতে পারে যদি কুয়েত প্রবেশের সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়। সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

দেশটিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের গণটিকা প্রদান কর্মসূচির ফলে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫১৪৭ জন, মারা গেছেন ১ জন। নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। স্থানীয় ও প্রবাসীরা ৫০ বছর বয়সের পর থেকে যে কেউ নিবন্ধন ছাড়া বুস্টার ডোজ গ্রহণ করতে পারবে। ১৬ হতে ৫০ বছর বয়সীদের নিবন্ধন করার পর বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।