বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০২ জানুয়ারী) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২০২৫ খ্রীষ্টাব্দে ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র শরীফ ওসমান হাদি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাংগঠনিক কর্মতৎপরতার উপর ব্যাপক আলোচনা এবং মাঠ পর্যায় ও কার্যালয় কেন্দ্রীক কর্মসূচীতে উপস্থিতির জন্য সর্বস্তরের সদস্যসহ শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সংবাদিকদের প্রতি ধন্যবাদ জানানো হয়। সভায় বক্তারা বলেন, ২০২৫ খ্রীষ্টাদের মতো ২০২৬ খ্রীষ্টাব্দে সিলেট মহানগর, সিলেট জেলা, সিলেট বিভাগ ও বাংলাদেশের চিহ্নিত সমস্যা উপস্থাপন করে দাবী হিসেবে অগ্রণী ভূমিকা ও কর্মসূচী পালন করে যাবে ইনশাআল্লাহ।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ২০২৬ খ্রীষ্টাব্দের ১ম সাপ্তাহিক সভা ও ২০২৫ খ্রীষ্টাব্দের সাংগঠনিক কর্মতৎপরতার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি এড. মুহাম্মদ কামাল মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, সুধাংশু শেখর দাস, মোঃ সেলিম খান ও মোঃ রকিব উদ্দিন খাঁন।
