BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৫
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স


জানুয়ারি ৫, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চলমান বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। দুই সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে রয়েছে। এই ম্যাচ রংপুরকে হারাতে পারলে শীর্ষস্থান মজবুত হবে চট্টগ্রাম, নাহলে সিংহাসন ছাড়তে হবে তাদের।

সোমবার (৫ জানুয়ারি) সিলেটে টস জিতে চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর।

এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ ও আবু হায়দার রনি। তবে একাদশে কোন পরিবর্তন নেই রংপুরের।

রংপুর রাইডার্স একাদশ: কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আকিফ জাভেদ এবং রাকিবুল হাসান।

চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাইম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নাওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী, আমের জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম এবং আবু হায়দার রনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।