সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় টুকেরবাজারে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা অর্থ সম্পাদক জাহেদ আহমদ, স্হানীয় বাসদ নেতা আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আফাজ আহমদ, আনোয়ার হোসেন কুটি, জয়নাল আহমদ, হৃদয় হোসেন, জাভেদ হোসেন, সোহেল আহমদ প্রমূখ।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, জুলাই-আগস্টে বাক-ব্যক্তি স্বাধীনতা ও একটা নিরাপদ বাংলাদেশের জন্য রাস্তায় নেমেছিল।দেশবাসি চেয়েছিল স্বাভাবিক মতপ্রকাশের স্বাধীনতা, চেয়েছিল স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। কিন্তু দেড় বছরের অন্তবর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
